Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৪ কোটি টাকা আত্মসাৎ ব্যবসায়ী-ব্যাংকারের বিরুদ্ধে মামলার অনুমোদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

৪৪ কোটি ৬৪ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে লিজেন্ড হোল্ডিংস’র মালিক সৈয়দ মোহাম্মদ আব্দুল হাইসহ দু’জনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার মামলার অনুমোদন দিয়েছে কমিশন। মামলার অপর আসামি হচ্ছেন এবি ব্যাংক আগ্রাবাদ শাখার তৎকালীন ম্যানেজার মোহাম্মদ ইসহাক চৌধুরী।

দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ৮ মে ০৬৬৭-১৪-০২-১০৪১৯ নম্বর এলসির মাধ্যমে অভিযুক্তরা ৭৫ দশমিক ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের স্ক্র্যাব ভেসেল (পরিত্যক্ত জাহাজ) আমদানি করে। পরে আমদানিকৃত জাহাজ বিক্রি করে ব্যবসা করলেও এলসির টাকা পরিশোধ না করে ৪৪ কোটি ৬৪ লাখ ১৬ হাজার আত্মসাৎ করেন। এর মধ্য দিয়ে তারা দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে। মামলার বাদী হচ্ছেন সহকারি পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ