প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী লিন্ডা হ্যামিল্টন জানিয়েছেন কম বাজেটে স্বল্প আড়ম্বরে না হলে তিনি আর ‘দ্য টার্মিনেটর’ সিরিজে আর ফিরতে চান না। হ্যামিল্টন গত বছর মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর : ডার্ক ফেইট’ পর্বে স্যারা কনরের ভূমিকায় এক দশক পর ফিরে খুব প্রশংসা পেয়েছেন যদিও ফিল্মটি তেমন সাফল্য পায়নি। এর পরও নির্মাতা একে ভিত্তি করেই ট্রিলজি নির্মাণের পরিকল্পনা করছিলেন। নতুন ফিল্মটির ব্যর্থতা অবশ্য তার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করেছে। হ্যামিল্টন জানিয়েছেন কম স্পেশাল ইফেক্টস আর কম বাজেটে নির্মিত না হলে তিনি আর এই সিরিজে ফিরতে আগ্রহী নন। “আমার মন বলছেৃ আমি নিশ্চিত নই। তবে যদি বিপুল বাজেটের ঝুঁকি না থাকে আর কম আয়োজন করা হয় আমি তা সমর্থন করব। বর্তমানের দর্শকদের বোঝা কঠিন। অনেকে বলে থাকে, ‘এখন আর মানুষ ফিল্মই দেখে না’। এটা অবশ্য হলিউডের বিশ্লেষণ নয়; তবে সবাই এমন কথাই বলে থাকে,” তিনি বলেন। তিনি আরও বলেন : “এমন ঝুঁকিবহুল বাজেটের ফিল্ম হলে আমি না ফিরতে পারলেই খুশি হব। আমি আশাবাদী নই তবে এই সিরিজ নিয়ে আমার জন্য যথেষ্ট হয়েছে। তবে নতুন কিছু থাকলে আমি হয়ত সায় দেব। আমি যুক্তি মেনে চলা মানুষ।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।