বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি, বাংলাদেশ ক্বাউমী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি, হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফি বলেন, নামাজ ক্বাজা করা যাবেনা। পাঁচ ওয়াক্ত নামাজ কিছুতেই ছাড়া যাবেনা। কোন মুসলমান যেন নামাজ ক্বাজা না করে এজন্য তিনি সতর্কতা উচ্চারণ করেন।
তিনি বলেন, নামাজে বরকত আছে। নামাজে সমাজ অশ্লীলতা মুক্ত হবে। তাই নিয়মিত নামাজ পড়তে হবে। তিনি বলেন, এক ওয়াক্ত নামাজ ক্বাজা করলে দুই কোটি ৮৮ লক্ষ বছর দোজখে শাস্তি ভোগ করতে হবে।
তিনি সকলের কাছে ওয়াদা নেন যাতে ঘরে কেউ বেনামাজী না থাকে। প্রয়োজনে শিক্ষক রেখে ঘরের বড় ছোট সবাইকে পাঁচ কলমা ও নামাজ শিক্ষা দেয়ার ব্যবস্থা করার পরামর্শ দেন।
দেন।
আল্লামা আহমদ শফি আজ (সোমবার) ৩ ফেব্রুয়ারী বাদ আসর কক্সবাজার বদর মোকাম জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।