Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে আলোচনা সভা

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাইল নূরপুরী বলেছেন, ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনসহ উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ইসলামী ছাত্র মজলিসের নেতা-কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের সঠিক শিক্ষাই একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি ধর্মদ্রোহী তসলিমা নাসরিনবিরোধী আন্দোলন শহীদ আরমানের রুহের মাগফেরাত কামনা করেন। গত বৃহস্পতিবার নরসিংদী শহর এলাকার টাউয়াদী জামেয়া দারুল ইরফান আল-ইসলামীয়া মাদ্রাসা ‘শহীদ আরমান আমাদের চেতনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ততায় তিনি এসকল কথা বলেন। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুন অর রশিদ। জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি খালেদ সাইফুল্যাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নরসিংদী জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ, সাবেক সেক্রেটারী মাওলানা মুফতি মনিরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, ওমর ফারুক ও মোঃ ইসমাইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদীতে আলোচনা সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ