Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে পাথর কোয়ারিতে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

সিলেট অফিস | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ২:৫০ পিএম

পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার মধ্যরাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে কোয়ারি মালিকসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় স্থানীয় আছলাম মেম্বারের ছেলে নুরুজ্জামান মেম্বার, লুৎফুর মিয়ার ছেলে লায়েক আহমদ, শফিক মিয়ার ছেলে জুয়েল মিয়া ও মাহফুজ মিয়ার ছেলে এরশাদ মিয়াসহ ছয় জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু এ তথ্য নিশ্চিত করে বলেন, কোয়ারি মালিকদের কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের জন্য তারা অভিযানে আছেন।
গতকাল রোববার সকালে উপজেলার কালাইরাগ হাজিরডানা লালপাথর এলাকায় নুরুজ্জামান গংদের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কোয়ারিতে কাজ করার সময় হঠাৎ মাটির ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় শ্রমিক রুবেল আহমদ (২৬)।
নিহত রুবেল আহমদ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয় আরও দুই জন। আহতরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আজ সোমবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাথর কোয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ