Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী-সোনাগাজী সড়কে পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ৫

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৮ পিএম

ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের দাউদপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন- সোনাগাজীর চরচান্দিয়ার শফি উল্লাহ’র ছেলে জাহাঙ্গীর, সোনাগাজীর নসা মিয়ার ছেলে হেলাল, সোনাগাজীর চরগণেশের ইউনুসের ছেলে মোশাররফ, ফেনী সদরের ধলিয়ার আবদুল করিমের ছেলে শরীফ ও একই এলাকার আজুম খানের ছেলে আশরাফ। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দাউদপুর ব্রিজের কাছে সিএনজি চালিত অটোরিকশা ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিকআপ-সিএনজি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ