Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি

আ.লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাম গণতান্ত্রিক জোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছে বাম গণতান্ত্রিক জোট। একই সাথে তার এই অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে গতকাল জোটের এক প্রতিক্রিয়ায় তারা এ দাবি জানান।

এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতি আওয়ামী লীগ সরকারের অধীনে মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন দেখেছিল। আর এবার দেখলো ইভিএম তেলেসমাতি ও দখলদারিত্বের নির্বাচন। তারা বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারের অনুপস্থিতি নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থার বহি:প্রকাশ। এ অবস্থায় নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুন:প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ সরকার উচ্ছেদের আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফী রতন, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জ্মান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ