রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনা ব্যুরো
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বিধবাকে বেধড়ক মারপিট করায় তিনি এখন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধানী রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মহানগরীর খুলনার ছোট বয়রায় ক্রস ফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী লিটুর চাঁদা আদায়কারী ও মামা বলে খ্যাত রবিউল ইসলাম রবি ও তার সন্ত্রাসী পুত্র রাজ গত বুধবার সকালে ছুরি ও রড নিয়ে মরহুম শেখ গোলাম মোস্তফার স্ত্রী বিধবা রেবেকা সুলতানার (৫০) ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারপিট করে। তার বুকের পাজরের হাড় ভেঙে গেছে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। পুলিশ এখনো রহস্যজনক কারণে কাউকে আটক করতে পারেনি। মামা রবি বলে খ্যাত ফরেস্টের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার এই রবির কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। কিছুদিন পূর্বে বিধবা রেবেকা সুলতানা তার বাড়ীর প্রাচীর নির্মাণের সময় রবি চাঁদা চেয়ে কাজে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ঘটনার সুরাহা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।