Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৮

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগরের ৮নং ব্রিজের কাছে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ৮ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নান নগরে ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল ইসলাম (১৮) ও একই জেলার বাতচর গামের শোয়েবুর রহমানের ছেলে জামাল (৩৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিব হোসেন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে ট্রাকটি মান্নাননগরের ৮নং ব্রিজ এলাকায় পৌঁছলে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায় এবং ৮ জন আহত হয়।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরা সদর ও মহম্মাদপুর উপজেলায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মাগুরা-খুলনা পিটিআই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এক মোটরসাইকেল আরোহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম ইকলাস হোসেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ