Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে পাহারাদারকে বেঁধে মার্কেটে চুরি

প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের থানা পয়েন্টে অবস্থিত দিরাইয়ের একমাত্র ইনডোর সেন মার্কেটে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, ভোররাতে পশ্চিমের গেইটের তালা ভেঙে ৭/৮ জনের চুরের দল প্রবেশ করে প্রথমেই মার্কেটের পাহারাদারদের হাত ও পা বেঁধে ফেলে এবং ২ জন করে চুর তাদের পাহারায় থাকে। মার্কেটের দায়িত্বরত পাহারাদার আফতাব উল্লা জানায়, রাত সাড়ে ৩টার দিকে মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত ডিস সেন্টার দিরাই স্যাটেলাইট নেটওয়ার্ক এর ৪ জন প্রতিদিনের ন্যায় সেহরি খেয়ে ভেতরে প্রবেশ করার পর আমি গেইটে তালা দিয়ে যাই। এরপরই পশ্চিমের গেইটের তালা ভেঙে ৭/৮ জনের চুরের একটি দল ঢুকে প্রথমে তাকে সুতলি দিয়ে হাত বেঁধে দেয়। তারপর চোরের দল আধঘণ্টার মধ্যে চুরি করে চলে যায়। সকাল ৬টার দিকে তারা মার্কেটের দোকানে চুরি হওয়ার বিষয়টি কয়েকজন মালিককে ফোনে জানায়। সেন মার্কেটের সাথী ফ্যাশন থেকে ক্যাশ ভেঙে নগদ ৪৫ হাজার টাকা, মা এন্টারপ্রাইজ থেকে স্যামস্যাং, সেম্পোনি ও ওয়ালটনের ১১০টি মোবাইল সেট, যার বাজার মূল্য ১১ লাখ টাকা ও নগদ ৩ লাখ ১৪ হাজার টাকা, স্টার স্পোর্টস থেকে ১ লাখ ৩২ হাজার টাকা, জেএফ সুজ থেকে নগদ ৩/৪ হাজার টাকা, জেন্টস কালেকশন থেকে ৩/৪ হাজার টাকা, স্পোর্টস কালেকশন থেকে ৬ হাজার টাকা ও এপেক্স সুজ থেকে ৩/৪শ’ টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি আসলে ডাকাতি নয়, বড় ধরনের চুরি বলা যায়। তবে প্রকৃতপক্ষে কারা এর সাথে জড়িত, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের ২ জন পাহারাদার ও ডিস সেন্টারের ২ জনকে থানায় আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিরাইয়ে পাহারাদারকে বেঁধে মার্কেটে চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ