নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নাপোলির বিপক্ষে আগের ম্যাচে গোল পেয়েছিলেন ক্রিস্ট য়ানো রোনালদো। কিন্তু তার এক গোলে হার এড়াতে পারেনি জুভেন্টাস। ফুটবল জাদু দেখিয়ে এবার পর্তুগিজ এ মহাতারকা পেলেন জোড়া গোল। দুরন্ত পারফরম্যান্সে ঘরের মাঠে ফিওরেন্তিনার বিপক্ষে প্রিয় দলকে সিআর সেভেন জেতালেন ৩-০ গোলে।
এনিয়ে গত ছয় ম্যাচ থেকে পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী পেলেন ১০ গোলের দেখা। আর জুভেন্টাসের হয়ে সেরি এ তে টানা নয় ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করলেন এ মেগাস্টার। ২০০৫ সালের ডিসেম্বরে ডেভিড ট্রেজেগুয়েটের পর প্রথম ফুটবলার হিসেবে এ কীর্তি গড়লেন রোনালদো। সিরি আ'তে ৪০ মিনিটের ব্যবধানে রোনালদো দুটি গোলই করেন পেনাল্টি থেকে। ৪০তম ও ৮০তম মিনিটে। জুভ শিবিরকে তৃতীয় গোল এনে দেন ম্যাথিজস ডি লিগত।
২২ ম্যাচে ১৭ জয়, তিন ড্র আর দুই হারে ৫৪ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগের তালিকায় শীর্ষে আছে এখন জুভেন্টাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।