Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে দুই অস্ত্র বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রাঙামাটি শহরের ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে দুই অস্ত্র বিক্রতাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ রাউন্ড ৭.৬৫ এমএম পিস্তলের গুলি, ৫ রাউন্ড শর্টগানের গুলি ও ১০৯টি সীসাবল উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ এর এএসপি কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে গত শুক্রবার দিবাগত মধ্যরাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব সূত্র। র‌্যাব চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার আজিজ জানান, আমাদের কাছে তথ্য রয়েছে যে, এই দুই অস্ত্র ব্যবসায়ী পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর কাছে অস্ত্র সরবরাহ করে থাকে। এবারও আমাদের সোর্স-এর দেয়া তথ্যের ওপর ভিত্তি করে আকস্মিক অভিযান চালিয়ে আমরা সফল হই। তিনি জানান, আটক দু’জনের কাছ থেকে রুট সম্পর্কে ধারণা নিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিদের থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ