প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বনামের উপন্যাস থেকে নেওয়া গল্পে নির্মিত হচ্ছে সিনেমা। মন্ত্রীর নিজ নির্বাচনি এলাকার একটি গ্রামের নাম গাঙচিল। মূলত এ গ্রামের মানুষের জীবনযাত্রার চিত্র নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে। মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা চিত্রনাট্য ‘গাঙচিল’ নামের এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা। এ সিনেমাতে নায়ক ফেরদৌস একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন। পূর্ণিমাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে। এছাড়া সিনেমাটিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ। কিছুদিন বিরতি শেষে আবারও শুরু হয়েছে সিনেমাটির শুটিং। গত পহেলা ফেব্রুয়ারি থেকে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘গাঙচিল’-এর শেষ লটের শুটিং শুরু হয়েছে নোয়াখালীতে। নির্মাতা জানিয়েছেন, শেষ লটের শুটিং শুরু করেছি। টানা এক সপ্তাহ শুটিং করলেই সিনেমাটির শুটিং সম্পন্ন হবে। শেষ লটের এই শুটিংয়ে ফেরদৌস ও পূর্ণিমা দুজনই অংশগ্রহণ করেছেন। পূর্ণিমা বলেন, আবার নোয়াখালীতে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছি। এর আগেও কয়েকবার এখানে এসেছি এই সিনেমার কাজে। একবার তো আহত হলাম। এরপর ঢাকায় কিছু কাজ চলবে। এগুলো হলেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।