Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় প্রিয়া আমানের প্রথম কাব্যগ্রন্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অভিনেত্রী প্রিয়া আমান ‘অমর একুশে বইমেলা’য় একটি কাব্যগ্রন্থ নিয়ে হাজির হচ্ছেন। কাব্যগ্রন্থটি হলো ‘গগন জ্বালানো মেয়ে’। বইটি বাজারে আনছে জাগৃতি প্রকাশনী। এই কাব্যগ্রন্থের মাধ্যমে লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করছেন প্রিয়া আমান। প্রিয়া আমান বলেন, এবারই প্রথম বই প্রকাশ হতে যাচ্ছে আমার। প্রথম কাব্যগ্রন্থ লেখার অভিজ্ঞতা বলে বোঝাতে পারব না। কাব্যগ্রন্থটি বইমেলার প্রথম দিন থেকেই ৩৭৩,৭৪ ও ৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার। আমার বিশ্বাস, পাঠকরা প্রথম কাব্যগ্রন্থটি পছন্দ করবেন।’ উল্লেখ্য, ‘অদৃশ্য শত্রু’ সিনেমার মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রিয়া আমানের। এরপর থেকে ছোট পর্দাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। বিভিন্ন ধারাবাহিক ও এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাব্যগ্রন্থ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ