Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসি-লেস্টারের ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫০ পিএম

রোমাঞ্চকর ড্রয়ে শেষ লেস্টার সিটি ও চেলসির মধ্যকার ম্যাচ। আজ লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে নেন অ্যান্টোনিও রুডিগার। ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে স্বাগতিকদের উল্টো লিড এনে দেন হার্ভে বার্নস ও বেন চিলওয়েল। চেলসির হয়ে সমতাসূচক গোলটিও করেন রুডিগার।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় চেলসি। মাউন্টের ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন জার্মান ডিফেন্ডার রুডিগার। গোলের জন্য মরিয়া লেস্টার সমতায় ফেরে ৫৪তম মিনিটে। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বার্নসের নেওয়া শট একজনের পায়ে লেগে উঁচু হয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। আর ৬৪তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ডিফেন্ডার চিলওয়েল। লেস্টারের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাউন্টের ফ্রি-কিকে অনেকটা লাফিয়ে হেডে সমতা আনেন রুডিগার।

শেষ দিকে এগিয়ে যাওয়ার সহজ দুটি সুযোগ লেস্টার হাতছাড়া করলে অমিমাংসিত থেকে যায় ম্যাচ। ২৫ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তৃতীয় স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ৪৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ