Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০১ পিএম

২০২০সালের প্রথম দিনে সার্বিয়ান বান্ধবীর সঙ্গে এনগেজমেন্ট সারলেও ক্রিকেট ক্যারিয়ারে একের পর এক খারাপ খবর শুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে৷ টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন ভারতীয় এই অলরাউন্ডার৷

গত বছর ডিসেম্বরে লন্ডনে বিশিষ্ট স্পাইনাল সার্জেন ডক্টর জেমস আলিবোনের তত্ত্ববধানে অস্ত্রোপচার করিয়ে এসেছেন হার্দিক৷ তার সঙ্গে লন্ডন গিয়েছিলেন এনসিএ-র প্রধান ফিজিও আশিস কৌশিক৷ অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডমিতে রি-হ্যাবে রয়েছেন বিরাট কোহলির দলের এই অল-রাউন্ডার৷ কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ নন হার্দিক৷

প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের চলতি টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে যান হার্দিক৷ শনিবার তার টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা জানাল বিসিসিআই৷ বোর্ডের তরফে এদিন জানান হয়, সম্পূর্ণ সুস্থ না-হয়ে ওঠা পর্যন্ত এনসিএ-তে রিহ্যাবে থাকবেন হার্দিক৷

এই মুহূর্তে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত৷ পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে রয়েছে কোহলি অ্যান্ড কোং৷ টি-২০ সিরিজের শেষ ম্যাচ রবিবার মাউন্ট মাউনগানুইয়ে৷ তারপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দুই দল৷ সবশেষে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত৷ টেস্ট সিরিজ শুরু ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ