Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিম ৩০০ করবেন-বিশ্বাস মুমিনুলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৫১ পিএম

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে মন্থর ব্যাটিং করায় তামিম ইকবালের প্রচুর সমালোচনা হয়েছিল। অনেকে ভুলেই গিয়েছিলেন, গত এক দশক ধরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এই তামিমই। তার প্রমাণই যেন বাঁহাতি ওপেনার দিলেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে তিনি ২২২ রানে অপরাজিত রয়েছেন।

এরকম ইনিংস খেলার পর সাধারণত ব্যাটসম্যান সংবাদমাধ্যমের সামনে কথা বলেন। কিন্তু পূর্বাঞ্চলের ওপেনার বললেন না। তামিম শুধু এটুকু বললেন,‘ সময় হলেই কথা বলব।’ তবে অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, ইনিংস যতক্ষণ চলবে ততক্ষণই তামিমকে ব্যাট করতে দেখতে চান তিনি।

তামিম ২২২ রানের ইনিংসটি সাজিয়েছেন ২৮১ বলে ৩০টি চারের সৌজন্যে। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের ২১৩ রানের জবাবে পূর্বাঞ্চলের রান ২ উইকেটে ৩৯৫। তামিমের ব্যাটিং কাছে থেকে দেখার পাশাপাশি মুমিনুলও খেলেছেন ১১১ রানের ইনিংস। তামিমের ইনিংস প্রসঙ্গে মুমিনুল বলেছেন,‘ যারা সামনে থেকে দেখেছে, তারা বলতে পারবে কেমন ইনিংস। আমি দেখেছি, আমি বলব আউটস্ট্যান্ডিং ইনিংস।’

২২২ রানে অপরাজিত আছেন তামিম। এই স্কোরটাকে তিন’শতে নিয়ে যাওয়া অসম্ভব নয়। এর আগে এক যুগ আগে জাতীয় লিগে ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল হাসান। তারপর আর কেউই ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। মুমিনুল মনে করেন, উইকেটে থাকলে তামিমের ৩০০ হবেই,‘ আমি চাই যে উনি শেষ পর্যন্ত ব্যাট করুক। যখন ইনিংস ঘোষণা করব, ততক্ষণ খেলুক। ততক্ষণ খেললে তো ৩০০ হবেই। আমি ব্যক্তিগত লক্ষ্যের দিকে যাই না। দলের জন্য যখন মনে হবে যথেষ্ট রান হয়েছে, তখন দেখা যাবে।’



 

Show all comments
  • Md.Mijanur Rahman ১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৯ পিএম says : 0
    Double Marhaba!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ