Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষি উন্নয়নে কাজ করছে সরকার

সাইফুজ্জামান শিখর এমপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অর্থায়নে মাগুরায় কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় মাগুরা কালক্টরেট প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি। মেলা উপলক্ষে কালক্টরেট প্রাঙ্গন থেকে বের করা হয় র‌্যালি। আগামী ৩ ফেব্রæয়ারি মেলা শেষ হবে।
অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের সাথে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। শেখ হাসিনার সরকার সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সকল প্রকার কর্মসূচি হাতে নিয়েছে। কৃষকের পরিশ্রম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় দেশ আজ খাদ্য উৎপাদনে সফলতা অর্জনে সক্ষম হয়েছে। কৃষকদের কাছে দেশ ঋনি। কৃষি প্রযুক্তি মেলা সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর মাগুরা আয়োজিত ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২০ উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর এ কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর মাগুরার উপ-পরিচালক মো. জাহিদুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। প্রধান অতিথি মেলার উদ্বোধন ঘোষণা করে দেশের উন্নয়নের স্বার্থে সরকারের সকল কর্মসূচি বাস্তবায়নে জনগনকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ