Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিকাংশ মেশিনে ধানের শীষ প্রতীক ছিল না: আমির খসরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪৬ পিএম

কেন্দ্রে পাঠানো অধিকাংশ ইভিএম মেশিনে ধানের শীষ প্রতীক নেই বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যার জন্য ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারেননি।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের শেষ সময় বিকাল ৪টার কিছু আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় আমির খসরু বলেন, ‘আমরা জনগণের ভোটাধিকার ফেরত দেয়ার জন্যই প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে আমাদের অভিযোগগুলো দিয়েছি।’
তিনি বলেন, ‘দেশের সরকার প্রধান যখন মেয়র প্রার্থীকে সাথে নিয়ে নৌকায় ভোট চায় তখনই নির্বাচনের শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায়। আর সরকার প্রধানই যখন শৃঙ্খলা ভঙ্গ করে তখন তাদের সাধারণ কর্মীদের অরাজকতা সহজেই অনুমেয়।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘আজ সাংবাদিকদের ওপরও নগ্ন হামলা হয়েছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ