Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সফরের আগে মুমিনুলের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৪৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর প্রায় এক বছর পর শতকের দেখা পান ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল। তামিমের সঙ্গে যেন পাল্লা দিয়ে শতকের দিকে এগিয়ে গেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। আর চা বিরতির পর তুলে নেন শ্রেণির ক্যারিয়ারের ২১তম শতক।

পাকিস্তান সফরের আগে শতক তুলে নিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন টাইগারদের টেস্ট দলের অধিনায়ক। বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২১তম শতকটি হাঁকান তিনি। শেষ পর্যন্ত শতক তুলে নিতে মুমিনুল খেলেন ১৮০ বল।

আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের ২১৩ রানের বিপরীতে তামিম ব্যাটিংয়ে এসেছিলেন পিনাক ঘোষকে নিয়ে। পিনাক অবশ্য ফিরে গেছেন দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই। ব্যক্তিগত ২৬ রানে শুভাগত হোমের বলে। তবে তামিম থামেননি। তুলে নিয়েছেন ব্যক্তিগত ১৬ তম শতক। সেই সাথে ব্যাট চালাচ্ছেল ডবল সেঞ্চুরির দিকে।

এই রিপোর্ট লেখা অবধি সেন্ট্রাল জোনের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান। উইকেটে আছেন, তামিম ইকবাল (২০৩) এবং মুমিনুল হক (১০০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ