Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৭ পিএম

এই সপ্তাহে আবার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলাই টাইগারের এ দ্বিতীয় দফা সফরের লক্ষ্য। তার আগে বিসিএলে চলছে ক্রিকেটারদের প্রস্তুতি। সতীর্থদের সঙ্গে সেই প্রস্তুতি পর্বটা বেশ ভালোভাবেই সেরে নিলেন তামিম ইকবাল।

প্রস্তুতির মাঝেই মধ্যাঞ্চলের বিপক্ষে হাসল তামিমের ব্যাট। পূর্বাঞ্চলের হয়ে তারকা এ ওপেনার হাঁকালেন দুরন্ত এক ডাবল সেঞ্চুরি। ছন্দময় ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে তামিম জানিয়ে দিলেন পাকিস্তান সফরের টেস্টের জন্য শতভাগ প্রস্তুত তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫০ বল খরচ করে ২৯ বাউন্ডারিতে তামিম খেলেছেন ২০৫* রানের হার না মানা দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস। নিজের প্রথম শ্রেণীর ক্রিকেটের ১৬তম শতককে দ্বিশতকে রূপ দিলেন তিনি। তার আগে ছয় বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে পান দাপুটে এক সেঞ্চুরি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফের পাকিস্তান সফরে যাবে দেশের ক্রিকেটাররা। পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ