Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষার মাস বরণে সিলেটে বর্ণমালার মিছিল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ২:৫৬ পিএম

সপ্তমবারের মতো সিলেটে বর্ণমালার মিছিলের মাধ্যমে বরণ করা হলো ভাষার মাস ফেব্রুয়ারিকে। শনিবার সকালে এ বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। মিছিলটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ভাষা আন্দোলনের নৃত্য আলেখ্য পরিবেশন করেন ছন্দনৃত্যালয়ের সদস্যরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতেহাতে ছিলো লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা এবং ১৯৫২, ১৯৭১ লেখা প্ল্যাকার্ড। মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সবার কণ্ঠে ছিলো একুশে ফেব্রুয়ারির সেই অমর সংগীত- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। এছাড়া ভাষার মাস উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের সেই দিনগুলো। গত সাতবছর ধরেই সিলেটে বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে বরণ করা হচ্ছে ভাষার মাস।

মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন- জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাংস্কৃতিক সংগঠক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আবৃত্তি সংগঠন উর্বশীর সভাপতি মোকাদ্দেছ বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক ইন্দ্রাণী সেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ