Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে প্রথম এস্কেলেটর যুক্ত ফুট ওভারপাস চালু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বন্দরনগরী চট্টগ্রামে এই প্রথম এস্কেলেটর যুক্ত ফুট ওভারপাস চালু হলো। অত্যাধুনিক এই এস্কেলেটর সেন্সরযুক্ত। পথচারী পা দিলে এস্কেলেটরটি স্বয়ংক্রিয়ভাবে চলবে। মানুষ পারাপার না করলে সেটি বন্ধ হয়ে যাবে। এরফলে বিদ্যুৎ অপচয় হবে না। ৬৫ ফুট দীর্ঘ ও ৯ ফুট চওড়া এক জোড়া এস্কেলেটর স্থাপন করে ফুটওভারপাস ব্রিজ নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার নগরীর কর্মব্যস্ত ও অভিজাত এলাকা জাকির হোসেন রোডের খুলশী ওয়ারলেস-ডায়বেটিক হাসপাতাল মোড়ে এস্কেলেটর ওভারপাস ব্রিজ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমেই নগরবাসীর হৃদয়ে স্থান করে নিতে চাই। তিনি বলেন, নগরীর যত্রতত্র সড়ক রাস্তাঘাট, ফুটপাত, ড্রেনের ওপর নির্মাণ সামগ্রী, অস্থায়ী দোকানপাট, কাঁচা বাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। নাগরিক স্বার্থ-বিরোধী বেআইনী এসব কর্মকান্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চসিকের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, আবিদা আজাদ, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক,তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ প্রমুখ। প্রসঙ্গত ১৯৬১ সালে তদানীন্তন পাকিস্তান আমলে, আজকের স্বাধীন বাংলাদেশে এই উপমহাদেশের প্রথম এস্কেলেটরযুক্ত আধুনিক ও বিশাল শপিং কমপ্লেক্স নির্মিত হয় বন্দরনগরী চট্টগ্রামে। যা বিপণী বিতান বা নিউ মার্কেট পরিচয় বহন করে সগৌরবে আজও চট্টগ্রামের ঐতিহ্য বহন করছে। অবশ্য রাজধানী ঢাকার পরেই চট্টগ্রাম মহানগরীতে এস্কেলেটরযুক্ত ফুটওভারপাস ব্রিজ চালু হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এস্কেলেটর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ