পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘ওবায়দুল কাদেরের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন তার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে।’-আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমে এসব কথা বলেছেন।
এদিকে ওবায়দুল কাদেরের গণসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। ঠাণ্ডাজনিত কারণে তার রক্তচাপ বেড়ে গেলেও তা এখন নিয়ন্ত্রণে। আর ফুসফুসে যে ইনফেকশন পাওয়া গেছে তাতে ভয়ের কিছু নেই। তবে বিশ্রামের জন্য তাকে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) হাসপাতালে রাখা হচ্ছে। শনিবার (১ ফেব্রুয়ারি) তিনি হাসপাতাল ছাড়বেন।
উল্লেখ্য, গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের এই নেতা। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।