Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন তিন চলচ্চিত্রে দিলারা জামান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম | আপডেট : ১২:৩২ এএম, ১ ফেব্রুয়ারি, ২০২০

একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান নতুন তিনটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে শেষ করেছেন জুয়েল মাহমুদের পরিচালনায় ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার কাজ। এই সিনেমায় তিনি বঙ্গবন্ধু’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া শুটিং চলছে মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমার। ৪ ফেব্রুয়ারি থেকে তিনি নোয়াখালীতে হারুন অর রশীদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের সময়কালের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’র কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন ফজলে আজিম জুয়েল। এতে দিলারা জামান অভিনয় করভেন আলেয়া বেগম চরিত্রে। তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘চিরঞ্জীব মুজিব’-এ আমি বঙ্গবন্ধু’র মায়ের চরিত্রে অভিনয় করেছি। অনেক কষ্ট করে প্রচন্ড শীতের মধ্যে শুটিং করতে হয়েছে। বঙ্গবন্ধুর মায়ের চরিত্রটি যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টাটাই ছিলো আমার। কারণ এটি ইতিহাস হয়ে থাকবে। অর্জন ৭১’-এ আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এই কাজটি করতেও ভালো লাগছে। ৪ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ‘আমার বাবার নাম’ চলচ্চিত্রের কাজ শুরু করবো। মূলত বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তনের কয়েকদিন আগের গল্প নিয়ে এই চলচ্চিত্র। ঢাকা শহর’সহ বিভিন্ন এলাকার মানুষের ভাবনায় কী ছিলো তখন বঙ্গবন্ধুকে ঘিরে, এটি নিয়েই চলচ্চিত্রের গল্প। আশা করছি, এই কাজটিও অনেক ভালো হবে।’ এদিকে দিলারা জামান নতুন ধারাবাহিক হাবীব শাকিল পরিচালিত ‘পরের মেয়ে’র শুটিংয়ে এখন ব্যস্ত। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত নতুন ধারাবাহিক ‘রূপালী জোছনা’তে নিয়মিত অভিনয় করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিলারা জামান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ