Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মরণকালের বৃহত্তম জানাজা মাওলানা আনোয়ার শাহ’র

প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি, দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও জামিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা গতকাল দুপুর ২টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কয়েক লাখ মুসল্লি জানাজায় অংশ নেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু গভীর শোক প্রকাশ করেছেন। 

জানাজার পূর্বে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা মিজানুর রহমান, মুফতি মো. ওয়াক্কাছ, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুছ, গুলশান মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাছান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম মাওলানা আবুল খায়ের সাইফুল্লাহ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, কলামিষ্ট ও সাংবাদিক মাওলানা শরীফ মাহমুদ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ছোট ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাব্বির আহমেদ রশিদ, শাইখুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা শুয়াইব বিন রউফ প্রমুখ।
জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তারাপাশা নুরানী মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আনজার শাহ তানীম। এ সময় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, নেজামে ইসলাম পার্টির নেতা এ কে এম আশরাফুল আলম, অধ্যাপক এতেহশাম সরওয়ার, মাওলানা আব্দুল কাইয়ূম, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ, প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক লাখ মুসল্লি উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রীর শোক
এদিকে, দেশের প্রখ্যাত আলেমে দ্বীন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন একজন যোগ্য শিক্ষক ও অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে মরহুমের বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীও মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, মহাপরিচালক আল্লামা যোবায়ের আহমাদ চৌধুরী, সহকারি মহাসচিব মাওলানা মাহফুযুল হক ও মুফতি নূরুল আমিনও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আমাদের টঙ্গী সংবাদদাতা জানান, প্রখ্যাত আলেমে দ্বীন আযহার আলী আনোয়ার শাহ এর ইন্তেকালে টঙ্গীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে টঙ্গীর গাজীপুরা বাইতুল মামুর জামে মসজিদে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় মুফতি শাহ মো. হাফিজ উদ্দীন নূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা শাহ মো. মিসবাহ উদ্দীন নূরী, মাওলানা ক্বারী হাবিবুর রহমান, ক্বারী মাওলানা আবু হানিফা সিকদার, মাওলানা শাহাদাৎ হোসেন, মুফতি শামিম আহমেদ কাসেমী, মাওলানা এনায়েতুল্লাহ খাকী, মাওলানা রুহুল আমিন প্রমুখ। শোক সভায় বক্তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।



 

Show all comments
  • Md Md Ak Sohel ৩১ জানুয়ারি, ২০২০, ১:০২ এএম says : 0
    সুবহানাল্লাহ
    Total Reply(0) Reply
  • Aium Baium ৩১ জানুয়ারি, ২০২০, ১:০২ এএম says : 0
    জান্নাত নসিব হোক।।
    Total Reply(0) Reply
  • Ibna Sayed Noman ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৩ এএম says : 0
    আমি কিশোরগন্জে এর আগে এতো মানুষ দেখি নাই......হাজার হাজার মানুষ জায়গার অভাবে জানযার নামাজ পরতে পারে নাই... শোলাকিয়া ঈদগাহ মাঠ এবং এর আাশপাশ কোনো জায়গা খালি ছিল না... এত বেশি লোক সমাগম এই মাঠে কোনো সময় ই হয় নাই.....
    Total Reply(0) Reply
  • Ariful Islam ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৩ এএম says : 0
    May allah keep rest in peace her departed soul
    Total Reply(0) Reply
  • Mahbub Sajal ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৩ এএম says : 0
    জীবন এমনই হওয়া উচিত, ভালোবাসায় পরিপূর্ণ। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।।
    Total Reply(0) Reply
  • Kamrul Hasan ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৩ এএম says : 0
    স্থানীয়দের মতে ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা। আল্লামা আনোয়ার শাহ রহ. হুজুরের জানাযার পূর্বমুহূর্তে! ঐতিহাসিক শোলাকিয়া মাঠের বাহিরে প্রায় ৪ লক্ষাধিক মানুষ জানাযায় শামিল হন, রাস্তার আশপাশ ভরে বাসা ও দোখানের ছাদে ও মানুষ ছিল, আল্লাহ তুমি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দিও৷ ক্ষমার চাদরে আবৃত করিও৷
    Total Reply(0) Reply
  • Kaysir Nayan ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক মানুষের জানাজা রাস্তাঘাট সব কানায় কানায় পূর্ণ। আল্লাহ হযরতকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।
    Total Reply(0) Reply
  • Zulfiqar Mamun Taskin ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    আল্লাহ দিন দিন এমন অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি, আল্লাহ হযরত কে জান্নাতুল ফেরদাউস দান করুন।
    Total Reply(0) Reply
  • Elias Wahid ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    আল্লাহ উনার জীবনে কোনো ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দিক জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।
    Total Reply(0) Reply
  • MD Ismail Khan ৩১ জানুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
    মাগফেরাত কামনা করছি আল্লাহ সুবহানাহু তায়ালা যেন তার দ্বীনের খেদমত গুলো কবুল করে তাকে জান্নাত দান করে আমীন
    Total Reply(0) Reply
  • ইউনুস আলী ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০৪ পিএম says : 0
    আল্লাহ হযরতকে জান্নাতুল ফেরদাউস নসিক করুন। উনার শোকাহত পরিবার-পরিজনও শুভাকাঙ্খিদের ধৌর্য ধারণ করার তাওফীক দান করুন।
    Total Reply(0) Reply
  • MD.AMANULLAH ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৩ পিএম says : 0
    হুজুর বেচে থাকতে আমরা বুজতে পারিনাই উনি আমাদের জন্য কি ছিলেন! হুজুরের মৃত্যুর পর কিশোরগঞ্জ বাসী বুজতে পারছে কি হারাইছে। আল্লাহ হুজুর কে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আমীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জানাজা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ