মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোনো বাধা নেই
ইনকিলাব ডেস্ক : ইসলামি আইনে নারীদের মসজিদে যেতে কোনও বাধা নেই; বলছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে তারা জানায়, ‘ইসলাম নারীদের মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে পুরুষদের মতো জুমা কিংবা ঈদের নামাজ জামাতে পরার বাধ্যবাধকতা নেই তাদের।’ এনডিটিভি।
ট্যাংকারে আগুন
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাকারে আগুন লেগেছে। ইতোমধ্যে ট্যাংকারে থাকা নাবিকদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে ফোনকল আসার পর তারা ওই তেলবাহী ট্যাঙ্কার থেকে ক্রু সদস্যদের উদ্ধার করেছেন। রয়টার্স।
ভারতীয়র মৃত্যু
ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মনির হোসেন নামের এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। গণমাধ্যমটি জানায়, সরকারিভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। এই খবর সত্যি হলে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথম ভারতীয় হবেন তিনি। মনিরের নানা শহিদ মিয়াঁ বিষয়টি জানিয়েছেন। এবিপি।
একুশের আগে নয়
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে সিগারেট বা তামাকজাত যেকোনো পণ্য কেনার ন‚্যনতম বয়সসীমা ২১ বছর নির্ধারিত করলো ট্রাম্প প্রশাসন। এর আগে বয়সসীমা ছিল ১৮ বছর। গেল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এ সংক্রান্ত একটি বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছিলেন। এর পর যুগোপযোগী আইনটির কার্যকারিতা শুরু হয়। রয়টার্স।
১শ’ মিলিয়ন ইউয়ান
ইনকিলাব ডেস্ক : চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা করোনাভাইরাসের টিকা আবিষ্কারে সহায়তা করতে ১০০ মিলিয়ন ইউয়ান দান করেছেন। এক পোস্টে জ্যাক মা ফাউন্ডেশন জানায়, এর মধ্যে ৪০ মিলিয়ন ইউয়ান দান করা হয়েছে দুটি চীনা সরকারি গবেষণা সংগঠনকে। বাকি অর্থ করোনাভাইরাস প্রতিরোধ এবং এতে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় ব্যবহৃত হবে। সিএনএন।
সাময়িক বন্ধ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনে সব অফিস সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইন্টারনেট জায়ান্ট সার্স ইঞ্জিন গুগল। বুধবার তারা এ ঘোষণা দিয়েছে। এর অধীনে চীনের ম‚ল ভ‚খন্ড, হংকং ও তাইওয়ানের সব অফিস বন্ধ থাকবে। চীনের ম‚ল ভ‚খন্ডে গুগলের যেসব অফিস আছে তা এই মুহ‚র্তে তাদের কার্যক্রম চালাচ্ছে না। জি নিউজ।
বিনামূল্যে মাস্ক
ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরে এরই মধ্যে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত রোগীরা সর্বশেষ চীন ভ্রমণ করে এসেছেন। দেশটিতে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি থেকে নাগরিকদের বিনাম‚ল্যে মাস্ক দেয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের সরকার। রয়টার্স।
কঙ্গোয় নিহত ৩৬
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প‚র্বাঞ্চলীয় বেনি অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেনি প্রদেশের রাজধানী ওইচা থেকে ২০ কিলোমিটার দ‚রের মানজিনগি গ্রামে হামলা চালানো হয়। হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।