Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোপা দেল রের শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ৪:২২ এএম

রিয়াল জারাগোজাকে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর লড়াইয়ে ৪-০ গোলে জিতে জিনেদিন জিদানের দল। দুই অর্ধে দুটি করে গোল করে তারা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। ষষ্ঠ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভারানে। ৩২তম মিনিটে ক্রুসের পাস পেয়েই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। ৭২তম মিনিটে হামেস রদ্রিগেসের থ্রু পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। সাত মিনিট পর কাছ থেকে বাঁ পায়ের শটে বড় জয় নিশ্চিত করেন করিম বেনজেমা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ২০ ম্যাচে অপরাজিত রইল রিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ