Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন কন্যার পৃথিবীর ক্যানভাস

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কণা, পূজা এবং নাউমি। সংগীতের তিন মিষ্টি মুখ। এবারই প্রথম এই তিন কন্যাকে নিয়ে একটি বিশেষ অ্যালবাম তৈরি হলো। নাম পৃথিবীর ক্যানভাস। মাহমুদ মানজুরের কথায়, জয় শাহরিয়ার ও কিশোরের সুর-সংগীতে অ্যালবামটি প্রকাশ করছে আজব রেকর্ডস। এতে গান থাকছে ছয়টি। প্রত্যেক শিল্পী গেয়েছেন দুটি করে গান। তিনটি করে গানের সুর-সংগীত পরিচালনার পাশাপাশি ১টি করে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার ও কিশোর। গানের শিরোনামগুলো এমন- বদলে গেছ, তুমি আমার কি হও, পৃথিবীর ক্যানভাস, ভেজা ভেজা, এখানে ওখানে এবং এতোদিন কোথায় ছিলে। অ্যালবামটি প্রসঙ্গে কণা বলেন, পূজা-নাউমি আমার খুব পছন্দের ছোট বোন। আমাদের স¤পর্কটাও বেশ বন্ধুত্বপূর্ণ। এক অ্যালবামে গান করে ভালোই লাগছে। পূজা বলেন, বহুদিন পর একটু ভিন্ন ধারার গান গাইলাম এই অ্যালবামে। নতুন আমাকে পাওয়া যাবে এখানে। নাউমি বলেন, আমার খুবই ভালো লেগেছে এমন একটি প্রজেক্টে কাজ করে। গানের কথা, সুর, মিউজিক- সব মিলিয়ে একটু অন্য আবহ থাকছে আমাদের কণ্ঠে। দারুণ কিছু হবেই। পৃথিবীর ক্যানভাস শিগগিরই অনলাইনে মুক্তি পাচ্ছে এক্সক্লুসিভলি জিপি মিউজিক অ্যাপস-এ। একইসঙ্গে অ্যালবাম আকারেও প্রকাশ পাচ্ছে এটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন কন্যার পৃথিবীর ক্যানভাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ