পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হজ টিকিটের অযৌক্তিক ভাড়া কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। হজ টিকিটের দাম ১ লাখ টাকার নিচে নির্ধারণের দাবি জানিয়ে হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, বিমানের প্রস্তাবিত হজ টিকিটের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকার অযৌক্তিক ভাড়া কোনো মতেই মেনে নেয়া হবে না। হজযাত্রীদের বিমান ভাড়া কমানো না হলে আগামী রোববার মতিঝিলস্থ বিমান অফিসের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
গতকাল বুধবার সকালে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল রুমে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবিতে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ড.আব্দুল্লাহ আল নাসের। এতে আরো উপস্থিত ছিলেন, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, বায়রার যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, বায়রার ইসির সদস্য মো. গোলাম মাওলা রিপন, পরিষদের সহসভাপতি মাওলানা বশির আহমেদ, মহাসচিব আলহাজ আব্দুল বাতেন, হাবের সাবেক নেতা রফিকুল ইসলাম বিক্রমপুরী ও তাজাম্মুল হুসাইন।
হজযাত্রীদের অযৌক্তিক বিমানভাড়া না কমালে কাফনের কাপড় পরে রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন পরিষদ নেতারা। ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সকে হজযাত্রী পরিবহনের সুযোগ তথা থার্ড ক্যারিয়ার চালু, হজের টিকিট বিক্রিতে সিন্ডিকেট বাতিল ও সউদিয়া এয়ারলাইন্সে সিন্ডিকেট প্রথা বাতিল করে হজ এজেন্সির হজযাত্রীর সংখ্যা অনুপাতে টিকিট ক্রয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, হজ টিকিটের ভাড়া বাড়ালে হজযাত্রীদের শুধু কষ্টই হবে না, সরকারের ভাবমর্যাদাও ক্ষুন্ন হবে। তিনি হজযাত্রীদের অযৌক্তিক বিমান ভাড়া এক লাখ টাকার নিচে নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। বর্ধিত বিমানভাড়া যদি বহাল রাখা হয় তাহলে অর্ধেক হজযাত্রী পরিবহন করে সউদিয়া এয়ালাইন্সের মাধ্যমে সউদীতে ৩৫৬ কোটি টাকা নীরবে পাচার হয়ে যাবে। বিমানের ৪২ দিন হজযাত্রীর প্যাকেজকে অযৌক্তিক দাবি করে এটি ৩০ দিনের প্যাকেজ ঘোষণার দাবি জানান হাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।