প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’ শেষ হচ্ছে আগামী সপ্তাহে। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় ২০১৭’র ৪ ডিসেম্বর কেন্দ্রীয় ভূমিকায় ঊষসী রায়কে নিয়ে সিরিয়ালটির যাত্রা শুরু হয়। তার সঙ্গে জুটি হন হানি বাফনা। ভারতীয় বাংলা টিভির সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালের অন্যতম ‘বকুল কথা’। ২ বছরের যাত্রায় সিরিয়ালটি বরাবরই শীর্ষ পাঁচের রেটিং পেয়ে এসেছে। ‘বকুল কথা’ টমবয় স্বভাবের তরুণী বকুলের গল্প। তার বোনের সঙ্গে প্রথমে বিয়ে হবার কথা থাকলেও পরিস্থিতির কারণে ঋষির (বাফনা) সঙ্গে তার বিয়ে হয়ে যায়। ঋষি প্রথমে বকুলকে মন থেকে মেনে নিতে না পারলেও তার সারল্য ও সততার কারণে তাকে ভালবাসতে শুরু করে। শেষ পর্যন্ত বকুলের একজন পুলিশ অফিসার হবার স্বপ্ন পূরণ হয়। সে তার বাবার খুনিদের আইনের আওতায় আনে এবং পেশা ও পরিবারে তার দায়িত্বে ভারসাম্য রেখে চলে। বকুলের ভূমিকায় ঊষসী যেমন মানিয়ে নিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তেমনি হানির সঙ্গে তার কেমিস্ট্রিও প্রশংসিত হয়েছে। সিরিয়ালটিতে আরও অভিনয় করেছেন উপনীতা ব্যানার্জী, শুভজিত কর, সোহিনী সান্যাল, অনুরাধা রায়, সুমন্ত মুখার্জী, শাশ্বত গুহঠাকুরতা, অরিন্দম ব্যানার্জী, মল্লিকা মজুমদার প্রমুখ। ‘বকুল কথা’র ¯øটে আসছে এক তরুণী আর তার হিজড়া মায়ের বন্ধন নিয়ে ‘ফিরকি’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।