Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জেমস ডিনের ডিজিটাল প্রত্যাবর্তন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মাত্র তিনটি চলচ্চিত্রে অভিনয় করেই জেমস ডিন অভিনয় কিংবদন্তীতে পরিণত হয়েছিলেন। মাত্র ২৪ বছরের জীবনে বিশ্ব তার ‘রেবেল উইদাউট এ কজ’ (১৯৫৫), ‘ইস্ট অফ এডেন’ (১৯৫৫) এবং ‘জায়েন্ট’ (১৯৫৬) নামের তিনটি রত্ন উপহার পেয়েছে। তাকে কী করে বিশ্ব ভুলতে পারে। তাকে প্রযুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। শুধু ভার্চুয়াল জেমস ডিন একটি চলচ্চিত্রে নয় পুরো নতুন ডিজিটাল ক্যারিয়ার ফিরে পেতে পারে এমন সম্ভাবনা আছে। প্রথম ‘ফাইন্ডিং জ্যাক’ নামে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্রে প্রথমে ডিনকে ডিজিটাল পদ্ধতিতে ফিরিয়ে আনা হবে তারপর সম্ভাব্য আরও চলচ্চিত্রে দেখা যাবে তাকে। উদ্যোক্তা ওয়ার্ল্ডওয়াইড এক্সআর-এর প্রধান নির্বাহী ট্র্যাভিস ক্লয়েড বলেন, “আমাদের উদ্দেশ্য হল ভার্চুয়াল জেমস ডিনকে সৃষ্টি করা। শুধু একটি নয় বেশ কিছু চলচ্চিত্রে তাকে দেখান হবে। আমাদের মনোযোগ হবে পরম এক জেমস ডিন সৃষ্টি করা যে একাধিক মাধ্যমে প্রাণ পাবে। আইনগত ভাবে এই স্বত্ব অর্জন করা হয়েছে জেমস ডিন এস্টেট এবং ডিনের জীবিত স্বজনদের কাছ থেকে। এই উদ্যোগ এক দিক থেকে সমালোচিতও হচ্ছে। এমনই একজন সমালোচক টুইট করেছেন : “হয়তো আমরা কম্পিউটার দিয়ে নতুন পিকাসো শিল্পকর্ম সৃষ্টি করতে পারি বা কয়েকটি জন লেননের গান লিখতে পারি। এটা কতটা লজ্জাজনক কেউ বুঝছে না।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেমস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ