Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দৌলতপুরে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রের হাতে লাঞ্ছিত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষক লাঞ্ছিত হওয়ার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দৌলতপুর থানা পুলিশ জানায়, শনিবার রাতে বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় এক সুধী সেখানে উপস্থিত হলে চেয়ারে বসে থাকা ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সেলিম (১৫) কে উঠে সুধী ব্যক্তিকে বসার সুযোগ করে দিতে বলেন প্রধান শিক্ষক। এতে ওই শিক্ষার্থী চরমভাবে ক্ষুব্ধ হোন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বাড়ি ফেরার সময় সেলিম নামে ওই ছাত্র ও তার দু’জন বন্ধু মিলে প্রধান শিক্ষককে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। শিক্ষকের আত্মচিৎকারে লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে বখাটে ছাত্ররা পালিয়ে যায়। আহত অবস্থায় শিক্ষক মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন শিক্ষক মাসুদ রানা। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিক্ষক লাঞ্ছিত হওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দৌলতপুরে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ