Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোসলেমের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার দক্ষিণতারাবুনিয়া গ্রামের বয়োবৃদ্ধ অসহায় দরিদ্র মো. সৈয়দ মোসলেম (৭০) দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগে ভোগছেন। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাস অধীনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, সৈয়দ মোসলেম জটিল হৃদরোগে আক্রান্ত, তাকে সুস্থ করতে দীর্ঘ মেয়াদি উন্নত চিকিৎসা চালিয়ে যেতে হবে, এতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন।
সৈয়দ মোসলেম জীবনের এ পড়ন্ত বিকেলে এসে খুবই অসহায় বোধ করছেন। নেই কোন সহায়-সম্বল, নেই কোন জমিজমা, নেই কোন সচ্ছল স্বজন। তিনি দীর্ঘদিন রোগে-শোকে ভোগে দুর্বল ও কর্মহীন হয়ে পড়েন। তার ২ ছেলে ২ মেয়ের পক্ষেও এই চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. শাহাদাৎ হোসেন
সঞ্চয়ী হিসাব নং- ৪২১১
জনতা ব্যাংক, কাপ্তানবাজার শাখা, ঢাকা।
মোবাইল : ০১৭১৯৩১৫৭৬৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোসলেমের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ