প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনেক দিন ধরেই চিত্রনায়িকা শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। মাঝে মাঝে দেশে আছেন। কিছুদিন সময় কাটিয়ে ফিরে যান। চলচ্চিত্রে তার ফেরার বিষয়টি আপাতত বন্ধ। মুটিয়ে যাওয়ার কারণে তিনি নিজেও তেমন একটা আগ্রহী নন। শাবনূর বলেন, অভিনয় করার জন্য এখন আর ক্যমেরার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না। এখন অনেকটাই মুটিয়ে গেছি। এই অবস্থায় ক্যামেরার সামনে কেমন করে দাঁড়াব? হাসতে হাসতে বলেন, অভিনয় করার সময় লম্বা সময় না খেয়ে ছিলাম। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে নাÑএমন নিয়ম মেনে নিজেকে ঠিক রেখে কাজ করেছি। যেহেতু একসময় খেতে পারিনি, তাই এখন কেবল খেয়ে যাচ্ছি। খাওয়াটা পুষিয়ে নিচ্ছি। শাবনূর বলেন, এখন দেশে আছি, অনেক ভালো লাগছে। কোনো আড্ডার খবর পেলেই ছুটে যাচ্ছি। সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছি। যত দিন ভালো লাগবে তত দিন থাকব। শাবনূর বলেন, একসময় কাজ ছিল অভিনয় করা। সকাল থেকে রাত পর্যন্ত অভিনয় নিয়ে ব্যস্ত থেকেছি। এক জায়গা থেকে আরেক জায়গায় শূটিংয়ের কাজে ছুটে বেড়িয়েছি। এখন কাজ করছি সংসারে। ছেলেকে মানুষ করার বড় কাজ। আমি চেষ্টা করি, যখন যে কাজটি করতে হয়, সেই কাজটি সঠিকভাবে করতে।
ছবিঃ শাবনূর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।