Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ৮:৫৬ এএম

প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন নেইমার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে করলেন আরও একটি। লিগ ওয়ানে লিলের বিপক্ষে ২-০ ব্যবধানে সহজ জয় পেল পিএসজি। রোববার প্রতিপক্ষের মাঠে জয়ের পর সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

২৮তম মিনিটে দারুণ নৈপুণ্যে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। আনহেল দি মারিয়ার বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে পাস বাড়ান মার্কো ভেরাত্তিকে। ফিরতি পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ৫২তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। আসরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের গোল হলো ১৩টি।

২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে মার্সেই। সপ্তম স্থানে থাকা লিলের পয়েন্ট ৩১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ