Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিটি নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

সম্মেলনে ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

অবাধ ও সুষ্ঠুভাবে ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সিটি নির্বাচনে সরকার কোনও হস্তক্ষেপ করবে না। সরকারের সব এজেন্সি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, যেন ঢাকা সিটি নির্বাচনে কোনও ধরনের হস্থক্ষেপ কেউ না করে। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মোটরচালক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার দুই সিটিতে হস্তক্ষেপবিহীন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সবাইকে প্রধানমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সংশয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে, সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে সরকারি সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন আর আন্দোলনে তারা পারেন না, এখন শুধু নালিশ আর নালিশ। নির্বাচন কমিশনের তাদের একজন স্থায়ী প্রতিনিধি আছে, আপনাদের এই নালিশের কোনও বাস্তবতা নেই।

সেতুমন্ত্রী বলেন, সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে যাওয়ার সময় সরকারের সব সংস্থার প্রধানদের বলেছেন, এই নির্বাচনে আমি কোনও ধরণের হস্থক্ষেপ, কোনও ধরনের বাড়াবাড়ি চাই না। কোনও এজেন্সি কোনও ধরনের হস্তক্ষেপ যেন না করে। সেই ব্যাপারে ক্লিয়ার মেসেজ দিয়েছেন। কাজেই এখানে সংশয়ের কোনও কারণ নেই। শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জনগণ যা চায়, তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয়, জোরাজুরি, জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনও ইচ্ছা আমার নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের দলকেও একই মেসেজ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ঘরে ঘরে যাও, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কাজেই আমরা সরকারে পক্ষ থেকে কোনও ধরনের হস্তক্ষেপ করবো না। আগেও বলেছি এখনও স্পষ্টভাবে বলেছি। আসলে নির্বাচনে তাদের অবস্থা কী হবে, সেটা বিএনপি বুঝে গেছে। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচারই করুক দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে দুর্ঘটনার দায় আমি এড়াতে পারি না। চালকদের বলি, গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া হবেন না। আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সময় মোবাইলফোনে কথা বলবেন না। গাড়ি চালানোর সময় চালকদের কোনও মাদক না নেওয়ারও অনুরোধ করেন তিনি।#



 

Show all comments
  • Nannu chowhan ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ পিএম says : 0
    Shorkar hostokhep korbena kintu apnader gunda bahini, polish bahini o nirbachon commission maddhomeito apnara boraborer motoi hostokkhep kore jachsen..
    Total Reply(0) Reply
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ২৭ জানুয়ারি, ২০২০, ৫:৩৮ পিএম says : 0
    নির্বাচন নিয়ে বিতর্কের অবসান হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ