মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের দক্ষিণপ‚র্বাঞ্চলের মিনাস জেরাইস প্রদেশে গত দুই দিনে তীব্র ঝড় ও বৃষ্টিতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৭ জন। এছাড়া ভ‚মিধস এবং বাড়িঘর নষ্ট হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। অপর দিকে, প‚র্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প‚র্বাঞ্চলে এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি জেলায় বন্যার তীব্রতায় নিখোঁজ রয়েছে আরও ১৫ জন। বিরূপ আবহাওয়ার কারণে এক লাখ সাত হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ায় প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান এনসায় ‘জাতীয় দুর্যোগ’ পরিস্থিতি ঘোষণা করেছেন। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য। বছরে ছয় মাসই সেখানে বৃষ্টিপাত হয়। এতে প্রায়ই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইন্সটিটিউট জানিয়েছে, ১১০ বছর আগে থেকে মিনাস জেরাইসে বৃষ্টিপাতের রেকর্ড রাখা হয়। এই সময়ের মধ্যে এবারেই প্রদেশটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।