Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি রাজনীতিতে ব্যস্ত আমরা উন্নয়নে : তাপস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে ব্যস্ত। গতকাল রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে নির্বাচনী গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে এমন প্রশ্ন করা হলে তাপস বলেন, আমরা গণসংযোগ করছি। ঢাকাবাসীর স্বতস্ফ‚র্ত সাড়া পাচ্ছি। বিপুল নেতাকর্মীসহ আমরা মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাচ্ছি।
কিন্তু দুর্ভাগ্যজনক লক্ষ্য করছি, আমাদের প্রতিপক্ষ শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত। তাদের ঢাকাবাসীর জন্য উন্নয়নের কোনো রূপরেখা নেই। ঢাকাবাসীর মানোন্নয়নে কোনো কার্যক্রম নেই। তারা শুধু জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আমরা ঢাকাবাসীর উন্নয়ন নিয়ে ব্যস্ত।

তাপস বলেন, বংশাল, কোতয়ালীবাসীর জন্য ৩০ বছরের মহাপরিকল্পনার আওতায় উন্নত ঢাকা গড়ে তুলব। এই এলাকায় যে ঐতিহ্য রয়েছে সেটি সংরক্ষণ করব এবং বিশ্বাসীর কাছে তুলে ধরব। আমাদের ইশতেহারের কাজ শুরু হয়ে গেছে। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। যেখানে আমরা যাচ্ছি বিপুল সাড়া পাচ্ছি।

তিনি বলেন, আমরা আশা করছি, আমাদের নির্বাচনী ইশতেহার ২৮ বা ২৯ তারিখে ঢাকাবাসীর কাছে প্রকাশ করতে পারব। আমাদের সুন্দর ঢাকা, ঐতিহ্যের ঢাকা, আমাদের সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি ভোট দিন। আমি মনে করি, এই নির্বাচন ঢাকাবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ঢাকাবাসীর জন্য উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবসূচনা, নবযাত্রা আমরা করতে চাই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, ঢাকাবাসী সেই উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তাদের রায় নৌকা মার্কায় ভোট দিয়ে সেবক হিসেবে নির্বাচিত করবে। একইসঙ্গে আমাদের কাউন্সিলর প্রার্থীদেরকে নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ভোট দিয়ে রায় দেবেন।

এদিকে নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার তাপস গতকাল পুরান ঢাকার সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বংশাল এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ