পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুনামগঞ্জের ছাতকে স্বামীর পথ অনুসরণ করে দুই শিশু সন্তানকে নিয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করলেন স্ত্রী। আদালতে ধর্মান্তর সংক্রান্ত হলফনামার আলোকে স্ত্রী দুই সন্তানসহ গত শুক্রবার বিকেলে হাফেজ মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বোহার কাছে পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর প্রায় এক মাস আগে সেলুন ব্যবসায়ী স্বামী ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর এক লাখ এক টাকা দেনমোহর ধার্য করে সনাতন ধর্ম ত্যাগ করে আসা দু’জনের বিয়ে পড়িয়ে দেয়া হয়। একই পরিবারের চার সদস্য শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামের মনোরঞ্জন দাসের পুত্র, বর্তমানে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ কলেজ সংলগ্ন এলাকার সেলুন ব্যবসায়ী অনিক দাস মোহাম্মদ আবদুল্লাহ নামে গত বছরের ১৯ ডিসেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে ধর্মান্তর সংক্রান্ত হলফনামা সম্পাদন করে স্ত্রী ও সন্তানদের রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
স্বামী ইসলাম গ্রহণের প্রায় একমাস পর গত বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে ধর্মান্তর হলফনামা সম্পাদনের মাধ্যমে স্ত্রী শ্রীমতি বালা দাস নামের স্থলে মোছা. রহিমা জান্নাত হামিদা (২৫), ৬ বছরের কন্যা শিশু নন্দিনী নামের স্থলে আয়েশা জান্নাত ও দেড় বছরের পুত্র মনি অনুরাগ নামের স্থলে মো. রায়হান আহমদ রাহী নাম পরিবর্তন করে একসাথে পরিবারের তিন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন।
গত শুক্রবার জুমার নামাযের পর তারা গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বোহার কাছে পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ নিয়ে সনাতন ধর্ম ত্যাগ করে একই পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন।
পরে ইসলামি শরীয়ত অনুযায়ী মোহাম্মদ আবদুল্লাহকে রহিমা জান্নাত হামিদার সাথে এক লাখ এক টাকা দেনমোহরের মাধ্যমে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাজী মাওলানা আবদুস সামাদ তাদের বিয়ের কাবিননামা রেজিস্ট্রি করে দেন। বিয়েতে ব্যবসায়ী শেখ আবদুল বাছিত উভয়পক্ষের উকিল হিসেবে দায়িত্ব পালন করেন। বরের পক্ষে মুজিবুর রহমান ও আবদুল করিম এবং কনের পক্ষে আবুল লেইছ কাহার ও আবদুস সামাদকে স্বাক্ষী হিসেবে মনোনীত করা হয়।
এ সময় অ্যাডভোকেট আবুল কালাম কেনু মিয়া, ডাক্তার একেএম আবদুল্লাহ, সাবেক ব্যাংকার এসএম তৈয়ব আলী, সাবেক মেম্বার সমছুল ইসলাম, মাওলানা এমএ মতিন, মাওলানা কামরুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী সদরুল আমিন সোহান, হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, ফয়েজ আহমদ, কাজি ইমদাদ, এইচ এম বাছিতসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।