Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে হুমকি দিয়ে রাখল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ৬:৩৯ পিএম

পাকিস্তানের মাটিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। গুঞ্জণ উঠেছে, সেখানে যেতে কিছুতেই রাজি নয় ভারত। তবে গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড-কে (বিসিসিআই) একটি হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান। এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না গেলে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে পিসিবি-র এ কর্মকর্তা জানান, ‘ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে। তাহলে ভারতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করব না।’

দীর্ঘ দিন পর পাকিস্তানের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দেশটিতে হয়েছে টেস্ট ম্যাচও। শ্রীলঙ্কার দুই দফা সফরের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন পাকিস্তান সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ