Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

হিলি চেকপোস্টে করোনা ভাইরাসে প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ৪:১২ পিএম

চীনে করোনা ভাইরাসে প্রাণহানী সহ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সে দেশে। চীনের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশ থেকে হিলি চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে শত শত পাসপোর্টযাত্রী। আর একারণে ভাইরাসটি যাত্রীদের মাধ্যমে দেশে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

করোনা ভাইরাস শ্বাসতন্ত্র রোগ। প্রধান লক্ষণ জ¦র। এর সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গ থাকে। এদিকে হিলি চেকপোষ্টে প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম বসানো হয়েছে।
তবে, থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার কোন যন্ত্র বসানো হয়নি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. প্রতাপ নন্দী, জানান, হিলি চেকপোস্টের গুরুত্ব ভেবে এই ভাইরাস আশঙ্কায় দিনাজপুর সিভিল সার্জনের নির্দেশ ক্রমে প্রাথমিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান, চীনা কোন নাগরীক যাতায়াত করেনি হিলি চেকপোষ্ট দিয়ে, তবে সতর্ক রয়েছেন ইমিগ্রেশন কতৃপক্ষ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ