Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নটি বিনোদিনীর ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম | আপডেট : ১২:০৬ এএম, ২৫ জানুয়ারি, ২০২০

প্রথমে অন্য দুজন বলিউড তারকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নটি বিনোদিনী ওরফে বিনোদিনী দাসির  জীবনী নিয়ে প্রদীপ সরকার পরিচালিত বায়োপিকে শেষ ঐশ্বর্য রাই বচ্চন অভিনয় করবেন এমনটাই স্থির হয়েছে। চলচ্চিত্রটি সম্পর্কে বেশ কিছু দিন ধরেও গুঞ্জন চলছিল, সেসময় শোনা যাচ্ছিল দীপিকা পাডুকোন বা বিদ্যা বালান কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। তবে তারা অজানা কারণে প্রস্তাব ফিরিয়ে দেন আর শেষ পর্যন্ত ঊনবিংশ শতাব্দীর প্রমোদবালা এবং পরে নামি অভিনেত্রী বিনোদিনীর ভূমিকায় ঐশ্বর্যকে প্রস্তাব দিলে তিনি সায় দেন। পরিচালক প্রদীপ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, “ঐশ্বর্য বরাবরই জীবনী চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। কয়েক মাস আগে আমি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রথমবার চিত্রনাট্য শুনেই তিনি তা পছন্দ করেন আর সায় দেন। আমি বিশ্বাস করি তিনি কাজ করবেন।” পরিচালক বিনোদিনী সম্পর্কে বলতে গিয়ে বলেন,” লক্ষ্যে পৌঁছার জন্য তিনি যা করেছন তা এক আকর্ষণীয় কাহিনী। তাকে অনেক চড়াই উৎরাই পেরুতে হয়েছে। তার ঘনিষ্ঠ মানুষরা তাকে ব্যবহার করেছে। তিনি অনেক অনেকবার ধোঁকা খেয়েছেন। এটি অসাধারণ এক গল্প, আশা করি সব ঠিক মত সম্পন্ন করতে পারব।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐশ্বর্য রাই বচ্চন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ