প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘মেট্রিক্স’ সিরিজের প্রথম তিনটি ফিল্মে কিয়ানু রিভস রূপায়িত নিও যতটা গুরুত্বপূর্ণ ছিল তেমনি ছিল এজেন্ট স্মিথের ভূমিকা। এই ভূমিকায় অভিনয় করেছিলেন হিউগো উইভিং। জানা গেছে সিরিজের নির্মিতব্য চতুর্থ কিস্তিতে উইভিং থাকছেন না। তিনি এর মধ্যেই অন্য প্রজেক্টে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন বলে বিজ্ঞানকল্প সিরিজের প্রিকুয়েলটিতে অভিনয় করতে পারবে না। ৫৯ বছর বয়সী অস্ট্রেলীয় অভিনেতাটি ন্যাশনাল থিয়েটার প্রযোজিত ‘দ্য ভিজিট’ মিউজিকালে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। উইভিং বলেন : “প্রথমে আমার কাছে ‘দ্য ভিজিট’-এর প্রস্তাব আসে তার পর ‘দ্য মেট্রিক্স’ থেকে। আমি জানতাম এটি নির্মিত হকে যাচ্ছে, কিন্তু আমার হাতে দেয়ার মত আর ডেট নেই। আমি ভেবেছিলাম দুটির কাজ একসঙ্গে করা যাবে। আট সপ্তাহ অপেক্ষা করেছি দেখেছি কোনোভাবে ডেট এদিক ওদিক করা যায় কীনা। পরিচালক লানা ওয়াচোস্কির সঙ্গে কথাও বলেছি। শেষে বুঝতে পেরেছি সম্ভব নয়। তারা আমাকে ছাড়াই কাজ করবে।” নতুন ‘মেট্রিক্স পর্বে’ নিওর ভূমিকায় ফিরবেন রিভস, ট্রিনিটির ভূমিকায় ফিরবেন ক্যারি-অ্যান মস, যোগ হবেন নিল প্যাট্রিক হ্যারিস। মর্ফিয়াসের ভূমিকায় লরেন্স ফিশবার্ন ফিরছেন না, তবে এই চরিত্রের তরুণ ভূমিকায় অভিনয় করবেন ইয়াহিয়া আবদুল-মাতিন। দ্বিতীয় ও তৃতীয় পর্বেও মেরোভিনজিয়ান চরিত্রের ল্যাম্বার্ট উইলসনও ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।