Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট দিন সতর্ক থাকতে হবে : তাবিথ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:২৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে গতকাল গণসংযোগ করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। তিনি জনগণের কাছে তাবিথের জন্য ধানের শীষে ভোট চান। এ সময় ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনের আর মাত্র ৮ দিন আছে। আগামী ৮ দিন খুবই গুরুত্বপূর্ণ সময়। আমাদের কঠিন পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে।

পৌনে ১২টায় রায়েরবাজার প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে সেখানকার নির্বাচনী ক্যাম্পে সংক্ষিপ্ত পথসভায় তারা এ কথা বলেন। এ সময় তাবিথ জানান, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ হেঁটে গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি পরিবর্তনের দিন। ওইদিন জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিতে প্রস্তুত।
তাবিথ আউয়াল বলেন, বিএনপি সমর্থিত কাউন্সিলর ও ধানের শীষের সমর্থকদের ওপর উপর্যুপরি হামলার ঘটনায় গণসংযোগকালে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোটারদের মাঝে। হামলার ঘটনায় তাবিথ আউয়াল, কেন্দ্রীয় নেতা, কাউন্সিলরসহ শতাধিক আহত হয়েছেন। বিনা উস্কানি ও শান্তিপূর্ণ গণসংযোগে এ সব হামলায় শুধু ভোটারদের মাঝেই নয়, দেশের সুশীল সমাজ ও সচেতন মানুষ এমনকি দেশের বাইরেও ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ওপর ভোটার ও প্রার্থীদের আস্থা আরো কমে গেছে বলে মন্তব্য করেন তারা।

রায়ের বাজারের পথসভায় তাবিথ আউয়াল বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। তিনি ভোটের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকান্ডের জবাব দেয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
ধানের শীষের এই প্রার্থী বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে আছে। প্রচারণায় সময় জনগণের কাছে গিয়েছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে। এতে দলীয় নেতাকর্মীসহ কাউন্সিলর প্রার্থীও আহত হয়েছেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবেন। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।
প্রচারণায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন বলেন, ধানের শীষ খালেদা জিয়া, তারেক রহমান ও জনগণের প্রতীক। আপনারা তাবিথ আউয়ালকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। তরুণ প্রজন্মের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, এখন তোমাদের সময়। তোমরা তোমাদের যোগ্য নেতাকে বেছে নেবে। তাবিথ ধানের শীষের যোগ্য প্রার্থী।

তিনি বলেন, আমরা যে জন্য দেশ স্বাধীন করেছি তা এখন হারিয়ে গেছে। কথা বলার অধিকার নেই। স্বাধীনভাবে চলাচলের অধিকার নেই। কথা বলার অধিকার আদায় করতে হবে। আর অধিকার আদায় করতে হলে আমার সন্তানতুল্য তাবিথ আউয়াল আমাদের যে দায়িত্ব নিতে চাচ্ছে তা পালনে তার জন্য ভোটারদেরকে সুযোগ দিতে হবে। এসময় তিনি আরো বলেন, ধানের শীষ বিজয় হলে বেগম খালেদা জিয়ার মুক্তির পথ ত্বরান্বিত হবে।
এমাজউদ্দীন আহমদ বলেন, দেশের বর্তমান অবস্থা সুখকর নয়। আমরা কথা বলার স্বাধীনতা হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, নারী নির্যাতন, নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে এই সরকার। এমন পরিস্থিতি হয়েছে যে, ভাবতেই লজ্জা হয়।

তিনি বলেন, এখনো আমাদের সন্দেহ আছে, অনেক ষড়যন্ত্র হবে, অন্যায় হতে পারে। আপনারা যদি সাবধান থাকেন, তাহলে আমাদের বিশ্বাস যেভাবে এগোচ্ছে আমরা এই পথ অতিক্রম করতে পারব।
প্রচারণা আরও অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভ‚ইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম খান রাজেশ, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও সংরক্ষিত নারী আসনে (৩১, ৩৩, ৩৪ নং ওয়ার্ডে) বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট রুনা লায়লা (চশমা প্রতীক) প্রচারে ছিলেন।

এর আগে মোহাম্মদপুর টাউন হলের সামনে পথসভায় তাবিথ বলেন, সরকার ও নির্বাচন কমিশন তাদের বিপক্ষে পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে ভোটারদের ভোটকেন্দ্রে বিমুখ করার চেষ্টা করতে পারে। আমরা যেন ঐক্যবদ্ধ থেকে মনোবল শক্ত রেখে ভোটকেন্দ্রে যাই। এরপর তাবিথ আউয়াল মোহাম্মদপুর জাফরাবাদ, পশ্চিম ধানমন্ডি, শংকর, ধানমন্ডির কচিকাচা কণ্ঠ, শেরেবাংলা রোড, শংকর পাঠশালা গলি, মধু বাজার, আবুল হাসেম খান, সাদেক খান সড়ক, মেরীস্টেপ, কাটাসুর, মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণা চালান। পরে তাবিথ আউয়াল মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিটের গেইটে গণসংযোগ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন নির্বাচন

২৯ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ