বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগ একীভ‚তকরণ নিয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ বিপরীতমুখী অবস্থান নিয়েছে।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিভাগ একীভ‚তকরণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, প্রতিবাদ মিছিল ও রেজিস্ট্রার দফতরে স্মারকলিপি প্রদান করেছে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। অপরদিকে বিভাগ একীভ‚তকরণের দাবিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ইইই বিভাগের শিক্ষার্থীরা ইটিই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক বলে বিভিন্ন বিষয় উল্লেখ করেন। তারা বলেন, ইটিই বিভাগ এর আগে বেশ কয়েকবার আন্দোলন করে বিভাগের নাম পরিবর্তন করেছে। এমনকি অনুষদ পর্যন্ত পরিবর্তন করেছে। এখন তারা আবারও নাম পরিবর্তন করতে চায়। তাদের কাছে অনুরোধ থাকবে ক্যাম্পাসে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি যেন না করে।
এদিকে ইটিই বিভাগের আমরণ অনশনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং সময়ের উপযুক্ত দাবি। ইতোমধ্যে আমরণ অনশনে আমাদের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, বিষয়টি সমাধানে ইতোমধ্যে ১৬ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।