Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরসে উৎসবমুখর পরিবেশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১১৪তম ওরস আজ শুক্রবার মাইজভাণ্ডার গাউসিয়া হক মনজিলে হবে। মাহফিলকে ঘিরে সেখানে এখন উৎসবের আমেজ। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন।
রাত সাড়ে বারোটায় কেন্দ্রীয় মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আল্লামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

মাহফিলে ইবাদত বন্দেগী ও যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন এবং ট্রাস্টের পক্ষ থেকে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, ফায়ার-সার্ভিস এবং সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বাহিনী, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম চালু রয়েছে। তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওরসে উৎসবমুখর পরিবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ