Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাড বয়েজ ফর লাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ ব্যাড বয়েজ ফর লাইফ
২ নাইন্টিন সেভেন্টিন
৩ ডুলিটল
৪ লিটল উইমেন
৫ জুমানজি : দ্য নেক্সট লেভেল

আদিল আল আরাবি এবং বিল্লাল ফাল্লাহ পরিচালিত অ্যাকশন কমেডি ফিল্ম ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। আল আরাবি এবং ফাল্লাহ যৌথভাবে ‘ইমেজ’ (২০১৪), ‘বø্যাক’ (২০১৫) এবং ‘গ্যাংস্টা’ ফিল্ম তিনটি পরিচালনা করেছেন। ‘ব্যাড বয়েজ’ সিরিজের প্রথম দুই পর্ব ১৯৯৫ ও ২০০৩ সালে মুক্তি পেয়েছে;

ব্যাড বয়েজ মাইক লাওরি (উইল স্মিথ) আর মার্কাস বার্নেট (মার্টিন লরেন্স) আবার ফিরেছে। নতুন করে জীবনকে আবিষ্কারের চেষ্টা করছে দুজন। মার্কাস উপলব্ধি করেছে যথেষ্ট হয়েছে, এবার সে অবসরে যাবে। অন্যদিকে মাঝবয়সের দ্বিধায় ভুগছে মাইক, তবে সারা জীবন ব্যাড বয় থাকবে বলে সিদ্ধান্ত নিয়ে আরেকটি ভয়ানক কেস নিয়েছে সমাধান করার জন্য আর পাশে পেয়েছে কয়েকজন তরুণ আর অদক্ষ পুলিশ সদস্যকে। এদিকে মার্কাস যখন জানতে পারে রোমানিয়ান মাফিয়ারা মাইককে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছে সে আরেকবার ব্যাড বয় হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফর লাইফ

২৪ জানুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ