Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম হত্যাকাণ্ডের ৩২ বছর কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৮:৩২ পিএম

চট্টগ্রাম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভায় নির্বিচারে গুলিতে ২৪ জন নিহত হওয়ার ঘটনার ৩২ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল শনিবার। ১৯৮৮ সালের এ দিনে তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে লালদীঘি ময়দানে জনসভায় যোগ দেয়ার পথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে গুলি করা হয়।
এতে ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়। দীর্ঘ তিন দশকের বেশি সময় পর সোমবার আলোচিত এ মামলার রায়ে পাঁচ পুলিশ সদস্যকে মৃত্যুদ- দেয়া হয়। প্রতিবছরের মত এবারও দিবসটি পালন করবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
এ উপলক্ষে হত্যাকা-ের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশপথে নির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিবসটি স্মরণে দিবসটি প্রজ্জ্বলন ও মানববন্দন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম হত্যাকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ