Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে সাইফিয়া দরবারে সুন্নি ইজতেমা শুরু

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ মাঠে তিন দিনব্যাপী সুন্নী ইজতেমা গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে। ইজতেমার উদ্বোধন করেন মুজতামিউস সুন্নী শাহ্ সূফী মাওলানা মো. সাইফুল ইসলাম সিদ্দীকি আল-কাদেরী আল চিশতী । এসময় উপস্থিত ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ ইমামুল ইসলাম ছিদ্দিকী জৌনপুরী, দরবার শরীফের ভাইস প্রেসিডেন্ট ও আলচিশত পত্রিকার সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আতায়ের রাব্বী, কাদেরি সাইফিয়া দারুস সুন্নাত ইসলামীয়া মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বায়তুস সাইফ ইসলামীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামন জিহাদী। এছাড়া এস্তেমায় দেশের বিভিন্ন ওলামায়ে কোরামগণ বয়ান রাখেন।
আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এস্তেমায় দেশের বিভিন্ন জেলার হাজার হাজার মুসলমান অংশ নিয়েছেন। শনিবার ফজর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই সুন্নী এস্তেমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ